জাতীয় নির্বাচনে ইইউর কারিগরি সহায়তা চায় জামায়াত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে কারিগরি সহায়তাও চায় জামায়াত।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান গোলাম পরওয়ার ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রবাসী ভোটারদের বিষয়ে ইইউ প্রতিনিধি দল জানতে চাইলে জামায়াতের আমির জানিয়েছেন যে নির্বাচন কমিশন এ বিষয়ে পূর্ণ ব্যবস্থা নিয়েছে। এছাড়াও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে পুনর্ব্যক্ত করেছে।   

তিনি আরও বলেন, সাক্ষাৎকালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান সম্পর্কে প্রতিনিধি দল জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চান।