দুই দশকের মধ্যে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

বিগত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরেই রাজনীতি ও দেশের নানা ইস্যুতে ভার্চ্যুয়ালি দলীয় কার্যক্রমে অংশ নিলেও, এটিই তার গণমাধ্যমে প্রথম প্রকাশ্য বক্তব্য।

 

রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে জানায়, দুই পর্বে প্রচারিত হবে এই সাক্ষাৎকার। এতে নির্বাচন, জাতীয় রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন তারেক রহমান।

 

সাক্ষাৎকার দুটি প্রচারিত হবে সোম ও মঙ্গলবার (৬ ও ৭ অক্টোবর) সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে।

 

প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সেখান থেকেই ভার্চ্যুয়ালি দলের কার্যক্রম পরিচালনা করলেও এতদিন সরাসরি কোনো গণমাধ্যমে মুখ খোলেননি তিনি। তাই তার এ সাক্ষাৎকার ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৫ সালে হাইকোর্টের এক আদেশে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেয় আদালত।