যারা প্রতি পাড়া-মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য কায়েম করেছে, তাদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা নাকি ২০টি আসনের বিনিময়ে জোট করে ফেলেছি এমন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা প্রথম দিন থেকেই বলছি, যারা সংস্কারে বিশ্বাস করে, যারা চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে অবস্থান নেবে কেবল তাদের সঙ্গেই আমরা জোট গঠন করব।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে শত মাইল দূরে সরে গেছে। তারা এখন চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে। যারা সত্যিকারের জিয়ার আদর্শ ধারণ করে, তাদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা।’
এ সময় তিনি দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে, এবং সেই বাস্তবায়নের নেতৃত্ব দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসকে।
হাসনাত বলেন, ‘আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। নির্বাচনের সুষ্ঠু আয়োজন ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব সব রাজনৈতিক দলের। কোনো দলই এ দায় এড়াতে পারে না।’
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।