আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা) আসন থেকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিকে গত ৪ নভেম্বর (রবিবার) রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।’ তিনি আরও জানান, জুলাই সনদ নিয়ে জটিলতা কাটলেও যথাসময়ে নির্বাচন হবে কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
দলীয় খসড়া তালিকা অনুযায়ী, আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১১ আসনে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ আসনে, আকরাম হুসেইন ঢাকা-১৩ আসনে, খান মুহাম্মদ মুরসালীন ঢাকা-৬ আসনে, ইমরান হোসেন ঢাকা-২ আসনে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা লড়বেন ঢাকা-৯ আসনে।