আজ এনসিপির নির্বাচনি থিম সং প্রকাশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

রাজধানীর শাহবাগে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি থিম সং প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে এই গান দুটির মোড়ক উন্মোচন করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রেরিত এক বার্তায় এই কর্মসূচি নিশ্চিত করা হয়েছে। আজ বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই থিম সং লঞ্চ করা হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আজ বিকেলে পার্টির মূল নির্বাচনি থিম সংয়ের পাশাপাশি ‘গণভোট’ বিষয়ক আরেকটি বিশেষ গান প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটি— কৃষক, শ্রমিক ও ছাত্রসহ সবার অংশগ্রহণে এই থিম সং তৈরি করেছি।’

দলটির পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি শাহবাগের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজন রাজনৈতিক মহলে বেশ কৌতুহলের সৃষ্টি করেছে।

DR/AHA
আরও পড়ুন