শিবগঞ্জ থেকেই নির্বাচনে লড়বেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি বগুড়ার শিবগঞ্জ আসন থেকেই প্রার্থী হবেন। তিনি বলেন, আমি শিবগঞ্জেরই মানুষ। আমার নিবন্ধিত রাজনৈতিক দল ও নিজস্ব প্রতীক রয়েছে। এখানকার জনগণের কাছ থেকেই আমি আমার মূল্যায়ন নিতে চাই।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর ও গাদুর বাজার এলাকায় নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এই ঘোষণা দেন।

এসময় সভায় মান্না বলেন, নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে প্রবীণ নাগরিকদের জন্য মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও জানান, নির্বাচনী সমঝোতা ও আসন বণ্টনের বিষয়ে আলোচনা চলছে। আমরা আইন অনুযায়ীই সব কাজ করবো। রিটার্নিং কর্মকর্তাদের বিধান ও আরপিওর বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে সংশোধনের দাবি আমরা জানাতে পারি। জোটগতভাবে প্রায় ১৪২টি আসনের বিষয়ে আলোচনা চলছে, এর মধ্যে নাগরিক ঐক্যের জন্য ৫০ থেকে ৬০টি আসন চাওয়া হবে। তার মধ্যে ২৫ থেকে ৩০টি আসনে আমরা সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব বলে আশা করছি।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক রানা, এবং ছাত্র ঐক্যের নেতা তৌফিক হাসানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

তারা বলেন, মান্নার এই গণসংযোগ কেবল রাজনৈতিক প্রচারণা নয়, বরং এটি জনগণের প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতীক।