রাজনীতির মাঠে সেই রিকশাচালক সুজন, কিনলেন এনসিপির মনোনয়ন

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট- মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠেন রিকশাচালক সুজন। এবার সেই সুজনই আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

রিকশাচালক সুজন বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা রাজনীতি করতে এসেছি, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিতে।’

তিনি বলেন, রাজনীতি এতদিন যেমন কিছু পরিবারের কাছে আবদ্ধ ছিলো। মানুষ মনে করত রাজনীতি তাদের হাতের নাগালে বাইরের একটা জিনিস। সেই চিত্রটা আমরা ভেঙ্গে দেব।

ডা. তাসনিম জারা বলেন, প্রত্যেক নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিস্কার করে, রিকশাচালক ও কৃষক তারা যখন ভোটার নয়, নীতি নির্ধারক হিসেবে নিজেকে চিন্তা করতে পারবেন, তখনই রাজনীতি আমাদের সবার হবে, গণতন্ত্র অটুট থাকবে।