তরুণরাই আগামী নির্বাচনে সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে সাড়ে চার কোটি তরুণ ভোটার। তাদের ভোটেই নির্বাচিত হবে আগামী সরকার। সুতরাং তরুণদের 'পালস' (নাড়ি/মন) বুঝে সবাইকে রাজনীতি করতে হবে।
শনিবার (২২ নভেম্বর) ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আয়েশা (রা.)-ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত ‘জেন-জি’র (প্রজন্ম জেড) আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাজনীতি করতে চায়। আমরা ন্যায় ও ইনসাফের একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই, যেখানে শিশু, কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের চাহিদা পূরণ হবে; যেখানে চাঁদার জন্য আর কাউকে জীবন দিতে হবে না, বেকারত্বের অভিশাপ নিয়ে আর কাউকে আত্মহত্যা করতে হবে না। তাই আগামী নির্বাচনে আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট দিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে সাহায্য করুন।