আজকের নামাজের সময়সূচি

আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত সালাত বা নামাজ। যা আল্লাহর পক্ষ থেকে রাসূল (সা.) উপহারস্বরূপ আনলেন গোটা উম্মাহর জন্য। 

পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব এতোই যে কেউ ইচ্ছাকৃতভাবে তা ত্যাগ করবে সে কুফরি করার কারণে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর যে পাঁচ ওয়াক্ত নামাজ বিনয়ের সঙ্গে আদায় করবে আল্লাহ তাকে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবেন। 

তাই যতই ব্যস্ত থাকুক না কেন ওয়াক্তমতো নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ইংরেজি, ৮ বৈশাখ ১৪৩২ বাংলা, ২২ শাওয়াল ১৪৪৬ হিজরি।

আজকের নামাজের সময়সূচি

জোহর - ১২: ০১ মিনিট।

আসর - ৪: ৩১ মিনিট।

মাগরিব - ৬: ২৬ মিনিট।

এশা - ৭: ৪৩ মিনিট।

ফজর (আগামীকাল মঙ্গলবার) - ৪: ১৩ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিয়োগ করতে হবে-

চট্টগ্রাম : ০৫ মিনিট।

সিলেট : ০৬ মিনিট।

যোগ করতে হবে-

খুলনা : ০৩ মিনিট।

রাজশাহী : ০৭ মিনিট।

রংপুর : ০৮ মিনিট।

বরিশাল : ০১ মিনিট।