আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন করছেন এ ধর্মীয় উৎসব। রোববার (১১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থনা, পূজা-অর্চনা ও শান্তি কামনায় বিশেষ আয়োজন।
রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার ও বাসাবো বৌদ্ধ মন্দির ঘুরে দেখা যায়, বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন, প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনে পাশাপাশি বিশ্ব শান্তি ও মানবকল্যাণের জন্য প্রার্থনা করা হচ্ছে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।