শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা 

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান শেষে মুসল্লিরা বৃহস্পতিবার রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১৬ লাখের বেশি হাজি সেখানে একযোগে রাতযাপন করেন। আজ শুক্রবার (৬ জুন) তারা মুজদালিফা থেকে মিনার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে হাজিদের জন্য অপেক্ষা করছে ব্যস্ততম দিন।

আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে হাজিরা ঈদের আনুষ্ঠানিকতার চেয়ে হজের গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে অধিক ব্যস্ত থাকেন।

হজের মূল আনুষ্ঠানিকতা আজকের দিনেই শেষ হয়ে যাচ্ছে। এরপর ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে তিনটি জামারাতে (ছোট, মধ্যম ও বড়) সাতটি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হয় প্রতিদিন। কেউ যদি এই সময়ের মধ্যে কাবা শরিফে গিয়ে তওয়াফ করেন, তাহলে তাওয়াফের পর আবার মিনায় ফিরে রাত যাপন করতে হবে।