আজ কখন কোন ওয়াক্তের নামাজ আদায় করবেন

নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুকন। ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। খুঁটি বিহীন ঘরের মতোই নামাজ ছাড়া ইসলামের কোন মূল্য নেই। মহান আল্লাহ তায়ালা সর্বাবস্থায় নামাজের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন। আর নামাজ আদায়ের জন্য রয়েছে নির্ধারিত সময়। খবর সংযোগের পাঠকদের জন্য মঙ্গলবারের (১৮ জুন) নামাজের সময়সূচি এই প্রতিবেদনে তুলে ধরা হলো-

নামাজ        শুরু              শেষ

জোহর            ১২টা ০৩ মিনিট       ৪টা ৩৮ মিনিট

আসর             ৪টা ৩৯ মিনিট         ৬টা ৫০ মিনিট 

মাগরিব           ৬টা ৫১ মিনিট          ৮টা ১৭ মিনিট

এশা               ৮টা ১৮ মিনিট          ৩টা ৪৪ মিনিট

মঙ্গলবার (১৭ জুন) তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩টা ৪৫ মিনিট। ফজরের ওয়াক্ত শুরু ৩টা বেজে ৪৬ মিনিটে এবং ওয়াক্তের শেষ সময় ৫টা বেজে ১০ মিনিটে। ইশরাক শুরু ৫টা ২৬ মিনিটে, শেষ সকাল ১১টা ৫০ মিনিটে। চাশতের ওয়াক্ত শুরু সকাল ৮টা ৩৮ মিনিটে, শেষ ১১টা ৫০ মিনিটে। 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম     ৫ মিনিট

সিলেট     ৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা        ৩ মিনিট

রাজশাহী  ৭ মিনিট

রংপুর        ৮ মিনিট

বরিশাল   ১ মিনিট

মঙ্গলবার সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয়ের সময় ৫টা বেজে ১১ মিনিট।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন