রাজধানীতে তিন দিনব্যাপী হজ-ওমরাহ মেলা শুরু

রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শনিবার (১৬ আগস্ট) বিকেল পর্যন্ত চলবে এই মেলা।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ মেলার উদ্বোধন করেন।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় ও হাব একসঙ্গে কাজ করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, গত মৌসুমে কোনো হাজি অভিযোগ করেননি। ২০২৬ সালের হজকে সফল করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়াও মিনায় পানি সংকট, নিম্নমানের বিছানা ও খাবারের মান উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্য উপস্থিত ছিলেন।

হাব মহাসচিব ফরিদ আহমেদ জানান, মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন হজ প্যাকেজ যাচাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়। 

তিনি বলেন, ২০২৬ সালের হজ রোডম্যাপের বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও মুয়াল্লিমের মাধ্যমে বাসা ভাড়ার নিয়ম হাজিদের ব্যয় বাড়াতে পারে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বেশির ভাগ হজযাত্রী গ্রামীণ এলাকার হলেও এজেন্সিগুলোর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। এ মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হাজিদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হবে।

তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪ টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ এই মেলায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলসমূহে।