ইমামদের জন্য নেয়া হচ্ছে ১০০ কোটি টাকার প্রকল্প: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

দেশের ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। এই প্রকল্পের প্রস্তাব আগামী ২৮ জানুয়ারি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় ইমাম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। আসন্ন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশকে পরিবর্তন করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। জুলাই সনদ নিয়ে নানা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে সেখানে ‘বিসমিল্লাহ’ নেই, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা গুজবে কান দেবেন না, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশকে এগিয়ে নিন।’

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গোলাপি ব্যালটেই লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ। গুম, খুন আর নৈরাজ্যের অন্ধকার যুগে ফিরতে না চাইলে ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। অতীতে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা থাকায় দেশে ফেরাউনি শাসন তৈরি হয়েছিল।’

তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ আগে ভোট দিতে পারেনি। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় আসবে এবং দেশ দুর্নীতিমুক্ত হবে।

ইমামদের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার ইমাম অংশ নেন। বক্তারা একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে আলেম-ওলামাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

FJ
আরও পড়ুন