প্রতিবেশী দেশের তুলনায় ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পিটিআই সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, ধর্ম নিয়ে কটূক্তি করা, দাঙ্গাহাঙ্গামা করা বা কোনো একজনের অপরাধে তার আত্মীয়-স্বজনদের বাড়িঘরে হামলা বা সম্প্রদায়গতভাবে দোষারোপ করা সব ধর্মেই নিষিদ্ধ। এটা ফৌজদারি অপরাধ। এ ঘৃণ্য কাজ আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে।
তিনি বলেন, বাংলাদেশে সম্প্রদায়গত সৌহার্দ্য আশপাশের দেশগুলোর তুলনায় ভালো। এখানে আমরা মিলেমিশে সকল ধর্মের অনুষ্ঠান পালন করি, উৎসব করি।
উপদেষ্টা বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত পোস্ট শেয়ার করেন। একে অন্যের ধর্ম নিয়ে বা ধর্মীয় গুরুদের নিয়ে কটাক্ষ করেন, বিরূপ মন্তব্য করেন। আবার অনেকে অতিউৎসাহী হয়ে কোনো কিছু না বুঝে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করেন, অগ্নিসংযোগ করেন। এগুলো মারাত্মক অপরাধ। তাদের কোনো ক্ষমা নেই।
ড. খালিদ হোসেন বলেন, যারা নিজের দেশের অর্থপাচার করে বিদেশে বাড়ি বানায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমাদের সকলকে প্রকৃত অর্থেই দেশপ্রেমিক হতে হবে।