রাতে ঘুম না আসা বা ছটফট করা আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানসিক চাপ, দুশ্চিন্তা কিংবা শারীরিক অসুস্থতার কারণে অনেকেই শান্তিতে ঘুমাতে পারেন না। তবে ইসলাম ধর্মে এমন একটি দোয়া রয়েছে যা নবী করিম (সা.) নিজেও রাতে ঘুম না এলে পাঠ করতেন।
দোয়া:
‘লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রব্বুস-সামাওয়াতি ওয়াল আরদি ও মা বায়নাহুমাল আজিজুল গাফফার।’
অর্থ:
‘আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, প্রবল প্রতাপের অধিকারী। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।’
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন রাতে ছটফট করতেন বা ঘুম না আসত, তখন তিনি এ দোয়া পাঠ করতেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৫৩০)