সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’। যেখানে প্রাচীন মাটির দেয়াল নির্মাণ কৌশল ও আধুনিক সৌরবিদ্যুৎ প্রযুক্তি একত্রিত করা হয়েছে।
নির্মাতাদের দাবি, মসজিদটি কোনো কার্বন নিঃসরণ ছাড়াই পুরোপুরি নিজের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। মসজিদটি উদ্বোধন করা হবে আগামী অক্টোবর মাসে।
মসজিদটিতে প্রায় এক হাজার ৩০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ভেতরে থাকবে সেন্সর প্রযুক্তি, যা উপস্থিতি, তাপমাত্রা ও আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্যান ও এসি চালু করবে।
মাসদার সিটি প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই মসজিদের নকশা করেছে ব্রিটিশ বহুজাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অ্যারাপ। সৌর প্যানেলের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি প্যাসিভ কুলিং, বৃত্তাকার নকশা এবং পানির পুনর্ব্যবহার কৌশলও প্রয়োগ করা হয়েছে। ফলে জ্বালানি ব্যবহার এক-তৃতীয়াংশ কমবে এবং পানির ব্যবহার অর্ধেকেরও বেশি সাশ্রয় হবে।
মসজিদের স্থাপনার ক্ষেত্রে সূর্যের আলো এবং বাতাসের ধারা বিবেচনা করে অবস্থান নির্ধারণ করা হয়েছে। তবে ইসলামের নিয়ম অনুযায়ী কিবলার দেয়াল সবসময় মক্কার দিকে রাখতে হয়, যা স্থপতিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
অ্যারাপের সহযোগী পরিচালক পল সিমোনাইট জানান, সাধারণত আমরা ভবনের অবস্থান এমনভাবে করি যাতে সূর্যের প্রভাব কম থাকে। কিন্তু এখানে ইসলামের নিয়ম অনুসরণ করতে গিয়ে কিছু বিকল্প উপায় গ্রহণ করতে হয়েছে। যেমন- ক্যানোপি, কাত করা জানালা, সানরুফ, দেয়াল ইনসুলেশন ও প্রতিফলক উপকরণ ব্যবহার করা হয়েছে। নান্দনিক ও পরিবেশবান্ধব এই মসজিদ আগামী অক্টোবর থেকে মুসল্লিদের জন্য উন্মুক্ত হবে।
সূত্র: গালফ নিউজ