ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

মহানবী (সা.) এর জন্মের মাস রবিউল আওয়াল উপলক্ষে সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদে ৫ কোটি ৩৫ লাখেরও বেশি মুসল্লি ও দর্শনার্থী আগমন করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানায়, ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসে মোট ৫ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৯৮৩ জন মুসল্লি ও দর্শনার্থী দুই মসজিদে ইবাদত ও জিয়ারত করেছেন।

এর মধ্যে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ১ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৪ জন, যাদের মধ্যে ৯১ হাজার ৭৫৩ জন হাতিম এলাকায় নামাজ পড়েছেন। এছাড়া ওমরাহ পালন করেছেন ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৫১৬ জন।

মদিনার মসজিদে নববীতে একই মাসে নামাজ পড়েছেন ২ কোটি ৭ লাখ ১ হাজার ৫৬০ জন। এদের মধ্যে ১০ লাখ ২ হাজার ৪৯ জন রওজা শরীফে ইবাদত করেছেন। এছাড়া ২০ লাখ ৭১ হাজার ১০১ জন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর দুই সাহাবি হজরত আবু বকর ও হজরত উমর (রা.) এর রওজা শরীফে সালাম পেশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান প্রবেশপথগুলোতে সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সংখ্যা গণনা করা হচ্ছে। এটি ভিড় নিয়ন্ত্রণ, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় সাধনে সহায়তা করছে।

সূত্র: সৌদি গেজেট

NB/SN
আরও পড়ুন