মানুষ জীবনের নানা ব্যস্ততায় অসচেতনভাবে বহু গুনাহ করে ফেলে। কিন্তু ইসলাম আমাদের সামনে এমন কিছু সহজ ইবাদত রেখে দিয়েছে, যা ছোট হলেও ফলাফলে অত্যন্ত বড়। ঘুমাতে যাওয়ার আগে একটি ছোট্ট দোয়া পড়লে পাহাড়সম অসংখ্য গুনাহ মাফ হয়ে যায়।
আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়াটি তিনবার পাঠ করে তাহলে আল্লাহর তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেবেন যদিও তার গুনাহ হয় সমুদ্রের ফেনার মতো, গাছের পাতার সংখ্যার মতো, মরুভূমির বালুকণার মতো অথবা দুনিয়ার দিনগুলোর সংখ্যার মতো অনেক বেশি। দোয়াটি হলো,
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযি লা-ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু ওয়া আতূবু ইলাইহি।
অর্থ: আমি ক্ষমা চাই সেই আল্লাহর নিকট, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব ও সমস্ত কিছুর ধারক এবং আমি তাঁর কাছে তাওবা করছি। (সুনানে তিরমিজি: ৩৩৯৭)
আল্লাহর দয়া ও ক্ষমা সীমাহীন
আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অশেষ দয়াশীল ও ক্ষমাশীল। মানুষ যতই গুনাহ করুক না কেন, আল্লাহর দরবারে ফিরে এসে সত্যিকার অনুতাপে তাওবা করলে তিনি তা ক্ষমা করে দেন।
দুনিয়াতে মানুষ পাপাচারে লিপ্ত হয়, চরম সীমালঙঘন করে, এরপরও আল্লাহ ছাড় দেন, তওবার জন্য সময় দেন। আল্লাহর দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষই অবাধ্যতার অপরাধে ধ্বংস হয়ে যেতো। বান্দা যত বড় গুনাহগার হোক, যত বেশি গুনাহ করুক, সে যখনই যথাযথভাবে লজ্জিত হয়, গুনাহ ছেড়ে দেয় এবং তওবা করে, তিনি তাকে ক্ষমা করে দেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন-
‘হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (’ (সুরা জুমার: ৫৩)
কোরআনের আরেকটি আয়াতে একইরকম প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ বলেছেন,
‘যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের ওপর জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নিসা: ১১০)
তাই আমরা যেন কখনওই আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। প্রতিদিন অন্তত ঘুমানোর আগে এই সংক্ষিপ্ত দোয়াটি পড়ে ফেলি। নিয়মিত তাওবা করি, ক্ষমা চাই এবং তার সন্তুষ্টির পথে এগিয়ে যাই।