টিকটকের মালিকানা কিনতে আগ্রহী মাইক্রোসফট: ট্রাম্প

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকের মালিকানা কিনতে আগ্রহী প্রযুক্তি খাতের বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ বিষয়ে আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, টিকটক অধিগ্রহনের জন্য মাইক্রোসফট কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ভিডিও শেয়ারিং ওই প্লাটফর্মটি কেনার জন্য মাইক্রোসফটের সাথে আরও কয়েকটি প্রতিষ্ঠানেরও আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটি নিয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে "বিডিং যুদ্ধ" বা দরকষাকষি দেখা যেতে পারে। টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটডান্সের কাছ থেকে মার্কিন কার্যক্রম কিনে নেওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে ট্রাম্প ও তার পূর্বসূরি জো বাইডেন জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে চাপ প্রয়োগ করে আসছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, মাইক্রোসফটের এই সম্ভাব্য উদ্যোগে তার সমর্থন রয়েছে। তিনি বলেন, ‘টিকটকের প্রতি বেশ কয়েকটি কোম্পানির আগ্রহ রয়েছে।’ তিনি আশা করছেন, এই আলোচনার মাধ্যমে টিকটকের জন্য একটি ইতিবাচক সমাধান আসবে, যেখানে চীনের কোনো হস্তক্ষেপ থাকবে না। 

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় টিকটক। এর আগে, গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন।

কিন্তু টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপর চরম অনিশ্চয়তা দেখা দেয়। কেননা, আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পুনরায় চালু হয় টিকটক অ্যাপটি।