বিদ্যুৎ বিল সাশ্রয়ের সহজ উপায় জেনে নিন

ছোলেবেলায় দেখেছি লাইট-ফ্যানের সুইচ বন্ধ না করায় বাবা-মা বকাঝকা করতেন। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও, এখন আমরা বুঝতে পারি বিদ্যুতের দাম বৃদ্ধি কীভাবে আমাদের আয়কে প্রভাবিত করে। যখন মাসের শেষে ভারী বিদ্যুৎ বিল আসে, তখন সত্যিই অসহ্য লাগে। তবে চিন্তা করবেন না, আমরা আপনাকে কিছু কার্যকরী টিপস দিচ্ছি যেগুলো অনুসরণ করে আপনি সহজেই একটি ভালো অংশের টাকা সাশ্রয় করতে পারবেন।

 এখন সবারই উচিত বিদ্যুৎ অপচয় রোধ করা। আমরা নিজেদের অজান্তে প্রতিদিনই অনেক বেশি বিদ্যুৎ অপচয় করে ফেলি। একই সঙ্গে বাড়তে থাকা প্রযুক্তির পরিমাণ তো আছেই।

তাই বলে কি বিদ্যুৎ ব্যবহার করবেন না? অবশ্যই করবেন। তবে বিদ্যুৎ ব্যবহারের সময় তা অপচয় হচ্ছে কি না সে বিষয়টিও মাথায় রাখতে হবে।

Electricity

চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ অপচয় রোধে কী করণীয়-

* টিউব লাইটে ভালো মানের ইলেকট্রনিক্স ব্যালেষ্ট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে।

* ফ্যানের ইলেকট্রনিক্স রেগুলেটর হলে বিদ্যুৎ বিলের খরচ বেঁচে যাবে।

* বিভিন্ন পয়েন্টে অযথা চার্জার লাগিয়ে রাখলেও কিছু বিদ্যুৎ খরচ হয়।

* প্রয়োজন ব্যতীত ওভেন, ফ্যান, পিসি ইত্যাদি বন্ধ করে রাখুন।

* বিদ্যুৎ সংযোগ খারাপ থাকলে বিদ্যুৎ খরচ বেশি হয়।

* অ্যানার্জি সেভার বাল্ব ব্যবহার শুরু করুন।

* ওয়াশিং মেশিনে অনেক বিদ্যুৎ পোড়ে।

* ড্রায়ারে বা ফ্যান ছেড়ে কাপড় শুকানোর বদলে বারান্দা বা ছাদে মেলে দিন।

* রেফ্রিজারেটরের কয়েল পরিষ্কার রাখুন।

* কাপড় ইস্ত্রি কম করুন।

* এসি ছেড়ে ঘুমাবেন না। কারণ ফ্যানের চেয়ে এসিতে বিদ্যুৎ অপচয় হয় বেশি।

* পানি গরম করতে গিজার বা হিটার ব্যবহার কমিয়ে দিন।

* ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়া অভ্যাস করুন।

* মাইক্রোওয়েভ, রাইস কুকার, কারি কুকার ইত্যাদি একেবারেই বাধ্য না হলে ব্যবহার করবেন না।

* ডিম লাইট ও ইলেক্ট্রনিং বেলাষ্ট ডিম লাইট ব্যবহার করুন।

* লাইট না জ্বালিয়ে ঘরের জানালা-দরজা খুলে রাখুন খুলে রাখুন দিনের বেলায়।

* বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠানে আলোকসজ্জা কমানোর ব্যবস্থা করুন।

* বিভিন্ন প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা বন্ধ করতে হবে।