অ্যাপল ও চ্যাটজিপিটি নির্মাতার বিরুদ্ধে মামলা করলো মাস্কের এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে চলমান প্রতিযোগিতায় নতুন মোড়। ইলন মাস্কের এআই প্রতিষ্ঠানটি অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা পরিচালনার অভিযোগে মামলা করেছে।

মামলার মূল অভিযোগ, অ্যাপল ও ওপেনএআই একসঙ্গে বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে।  অ্যাপেল ও ওপেনএআই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি-কে শীর্ষ র‍্যাংকে রাখছে, অথচ গ্রকসহ অন্যান্য এআই অ্যাপের র‍্যাংক ইচ্ছাকৃতভাবে নিচে নামানো হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর অ্যাপ্রুভাল প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে, যার ফলে তারা সময়মতো ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারছে না।

অ্যাপল ও ওপেনএআই-এর মধ্যে একচেটিয়া চুক্তি রয়েছে, যার আওতায় আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে চ্যাটজিপিটি সরাসরি সংযুক্ত করা হয়েছে। 

এর ফলে চ্যাটজিপিটি এখন অ্যাপলের নিজস্ব বুদ্ধিমান সেবার অংশ হয়ে গেছে। এতে চ্যাটজিপিটি বিলিয়ন সংখ্যক ব্যবহারকারীর নির্দেশনা বা প্রম্পট পাচ্ছে। যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্মের পক্ষে সম্ভব নয়।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্ষোভ প্রকাশ করে বলেন-‘ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই অ্যাপের পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

তবে এই দাবির বিপরীতে প্রযুক্তি ব্যবহারকারীরা প্রমাণ দিয়েছেন, ডিপসিক (DeepSeek) ও পারপ্লেক্সিটি (Perplexity) নামের এআই অ্যাপগুলোও ইতোমধ্যে অ্যাপ স্টোরে শীর্ষ অবস্থানে পৌঁছেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্সএআই-এর করা এই মামলাটি অ্যান্টিট্রাস্ট আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর আগে গুগল ও অ্যাপলের গোপন চুক্তি নিয়েও আদালতে হার মানতে হয়েছিল গুগলকে। তখন আদালত রায় দিয়েছিল, এই ধরনের চুক্তি বাজারে প্রতিযোগিতাবিরোধী আচরণ।

বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপল ও ওপেনএআই-এর অংশীদারিত্বও সেই একই দৃষ্টিভঙ্গিতে দেখা হতে পারে আদালতের কাছে।