আবারও বড় চমক নিয়ে বাজারে আসছে ‘রিয়েলমি’

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে আবারও বড় ধরণের চমক নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি তাদের সবচেয়ে শক্তিশালী সিরিজ ‘রিয়েলমি জিটি ৮’ আগামী অক্টোবরে উন্মোচনের পরিকল্পনা করছে। এতে থাকবে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি- যা স্মার্টফোন দুনিয়ায় নতুন এক মানদণ্ড তৈরি করতে পারে।

ডিসপ্লে ও পারফরম্যান্সে বড় আপগ্রেড

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, জিটি ৮ সিরিজে থাকবে ৬.৬ ইঞ্চির ২কে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে এবং আলট্রাসনিক আঙুলের ছাপ সেন্সর। পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, যা বর্তমানে অ্যান্ড্রয়েড বাজারের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে বিবেচিত।

ক্যামেরায় বিপ্লব

জিটি ৮ প্রো মডেলটির মূল আকর্ষণ হতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। স্মার্টফোন ফটোগ্রাফিতে এটি এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। রিয়েলমি জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ক্যামেরা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে ক্যামেরা প্রযুক্তি উন্নয়নে। যদিও সেই ব্র্যান্ডের নাম এখনও প্রকাশ করা হয়নি।

Realme২

প্রিমিয়াম ডিজাইন ও ব্যাটারি

জিটি ৮ সিরিজের বডিতে থাকবে মেটাল ফ্রেম, যা দেবে প্রিমিয়াম লুক ও স্থায়িত্ব। ব্যাটারি সেগমেন্টে থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তি, যা গেমিং ও ভারী ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স দেবে।

একইসঙ্গে আসছে রিয়েলমি ১৫টি

এদিকে, আগামী ২ সেপ্টেম্বর ভারতে উন্মোচিত হতে যাচ্ছে রিয়েলমি ১৫টি, যা মধ্যম বাজেটের বাজারে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম। আইফোন অনুপ্রাণিত ডিজাইনের এই ফোনটি আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং যুক্ত, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধে সক্ষম।

রিয়েলমি ১৫টি-র মূল্য শুরু হতে পারে ২০,৯৯৯ টাকা থেকে, যেখানে বেস মডেলে থাকছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

প্রিমিয়াম সেগমেন্টে জিটি ৮ সিরিজ ও মিডরেঞ্জ সেগমেন্টে রিয়েলমি ১৫টি-এই দুই মডেলের মাধ্যমে রিয়েলমি স্মার্টফোন বাজারে জোরালো অবস্থান নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির মতো ফিচারগুলো প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।