শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসছে রিয়েলমি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

স্মার্টফোনের ব্যাটারি লাইফ নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে এবার যুগান্তকারী এক পদক্ষেপ নিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘ প্রতীক্ষার পর তারা বাজারে আনতে যাচ্ছে বিশাল ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির নতুন স্মার্টফোন Realme P4 Power 5G। আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি লঞ্চ করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ব্যাটারি ব্যাকআপে বিশ্বরেকর্ড

Realme P4 Power 5G ফোনটির প্রধান আকর্ষণ হলো এর ১০,০০১ mAh ক্ষমতা সম্পন্ন ‘টাইটান’ ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, একবার ফুল চার্জ দিলে ফোনটি টানা ৩৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। এছাড়া এটি ৩২.৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক, ১৮৫ ঘণ্টা মিউজিক স্ট্রিমিং এবং ৭২ ঘণ্টা টানা কলিং টাইম প্রদান করতে সক্ষম। মাত্র ৫ মিনিটের চার্জেই ফোনটি দিয়ে অর্ধেক দিন অনায়াসে চালানো সম্ভব হবে।

হালকা ওজন ও অত্যাধুনিক ডিজাইন

সাধারণত বড় ব্যাটারির ফোনগুলো অনেক ভারী হয়, কিন্তু রিয়েলমি এখানে চমক দেখিয়েছে। সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তির কল্যাণে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন রাখা হয়েছে মাত্র ২১৯ গ্রাম, যা আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর থেকেও কম। ফোনটি ট্রান্সঅরেঞ্জ, ট্রান্সসিলভার এবং ট্রান্সব্লু—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসবে।

দ্রুত চার্জিং ও বাইপাস প্রযুক্তি

ফোনের নিরাপত্তায় এতে রয়েছে ৮০ ওয়াট (80W) ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা, যার মাধ্যমে ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবেও অন্য ডিভাইস চার্জ দিতে পারবে। গেমিং ভক্তদের জন্য এতে দেওয়া হয়েছে বিশেষ ‘বাইপাস চার্জিং’ মোড। এর ফলে গেম খেলার সময় চার্জার কানেক্ট করা থাকলে শক্তি সরাসরি প্রসেসরে যাবে, যা ব্যাটারির আয়ু বাড়াতে এবং ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে।

সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

  • অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হওয়া তথ্যমতে, ফোনটিতে থাকতে পারে:
  • ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনসহ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৪ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা চিপসেট।
  • ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা (OIS যুক্ত) এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০।

টিপস্টারদের মতে, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৩৭,৯৯৯ রুপি। তবে লঞ্চের সময় এর শুরুর ভেরিয়েন্টের দাম আরও কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

SN
আরও পড়ুন