দেশের বাজারে নতুন ল্যাপটপ মডেল ‘মেগাবুক টি১’ এনেছে টেকনো। ১৫.৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপটিতে আছে ইন্টেলের ১৩তম প্রজন্মের কোর আই৯ প্রসেসর, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস কার্ড এবং ৩২ গিগাবাইট র্যাম, যা একসাথে একাধিক কাজ করার জন্য উপযুক্ত। ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ৮৯,৯০০ টাকা।
টেকনোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেগাবুক টি১-এর স্টোরেজ ক্ষমতা ১ টেরাবাইট এবং ৭০ ওয়াটের ব্যাটারি থাকায় প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা যায়। ল্যাপটপটির স্ক্রিন উজ্জ্বলতা ৩০০ নিটস, ফলে উন্নত মানের ছবি ও ভিডিও দেখা সহজ।
ল্যাপটপটিতে টেকনো ভিওসি সাউন্ড সিস্টেমের দুটি মাইক্রোফোন এবং এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি থাকায় ভিডিও কল করা আরও সুবিধাজনক। ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার থাকায় দ্রুত চার্জ দেওয়া সম্ভব।
Megabook T1 2
যোগাযোগ ও সংযোগ সুবিধার জন্য ল্যাপটপটিতে আছে-
- ডুয়েল টাইপ সি পোর্ট
- এইচডিএমআই ১.৪
- ইউএসবি ৩.২ জেন ২ ও দুইটি ইউএসবি ৩.২ জেন ১
- ইউএসবি ২.০
- আরজে ৪৫ ইথারনেট
- টিএফ কার্ড স্লট
- ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক
- রিসেট সুইচ
- কেঞ্জিংটন লক
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মেগাবুক টি১ ল্যাপটপের সব ফিচার ও উচ্চ ক্ষমতার ব্যাটারি এটি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি পেশাদার কাজে ব্যবহারের জন্যও উপযুক্ত।