মেটার বহু প্রতীক্ষিত মিক্সড রিয়েলিটি চশমা ‘ফিনিক্স’ বাজারে আসতে আরও কিছুটা সময় নিচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের শেষার্ধে এটি বাজারে আসার কথা থাকলেও, নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের প্রথমার্ধে। সংস্থার রিয়েলিটি ল্যাবস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাহের সাবা এক অভ্যন্তরীণ বার্তায় কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মেটাভার্স বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা গ্যাব্রিয়েল অউল ও রায়ান কেয়ার্নস জানিয়েছেন, বেশ কিছু জটিল ফিচার নিয়ে কাজ চলছে। ব্যবহারকারীর অভিজ্ঞতায় কোনো আপস না করে একটি নিখুঁত ও নির্ভরযোগ্য ডিভাইস উপহার দেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।
জানা গেছে, ‘ফিনিক্স’ চশমাটি দেখতে অনেকটা গগলসের মতো হলেও অ্যাপলের ‘ভিশন প্রো’-এর তুলনায় বেশ হালকা হবে। ডিভাইসটি যাতে অতিরিক্ত গরম না হয়, সেজন্য আলাদা একটি পাওয়ার প্যাক বা ‘পাক’ যুক্ত থাকবে।
সম্প্রতি মার্ক জাকারবার্গ রিয়েলিটি ল্যাবস টিমের সঙ্গে বৈঠকে স্পষ্ট করেছেন, প্রকল্পের গতির চেয়ে টেকসই ব্যবসায়িক কাঠামো ও মান নিশ্চিত করা বেশি জরুরি। বাড়তি সময়ে নতুন কোনো ফিচার যোগ না করে বর্তমান পরিকল্পনাটিই সুচারুভাবে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের।
এদিকে, মেটা ২০২৬ সালে ‘মালিবু ২’ নামে একটি সীমিত সংস্করণের ওয়্যারেবল এবং ইমারসিভ গেমিংয়ের জন্য নতুন প্রজন্মের কোয়েস্ট হেডসেট আনার পরিকল্পনাও করছে।
আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ভিভো এক্স ৩০০ সিরিজ