সিলিকন ভ্যালির অন্যতম প্রধান প্রযুক্তি আয়োজন ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হচ্ছে বুধবার (১৭ সেপ্টেম্বর)। মেনলো পার্কের মেটা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এবার আলোচনার প্রধান বিষয় হতে পারে কোম্পানির নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।
রেও-ব্যান ও ওকলের সঙ্গে যৌথভাবে তৈরি এআই-চালিত স্মার্ট গ্লাস ইতিমধ্যেই বাজারে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন মডেল হাইপারনোভা, যা হেডস-আপ ডিসপ্লে, ক্যামেরা, মাইক্রোফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীর সমন্বয়ে কাজ করবে। বিশেষভাবে দৌড়বিদ ও বাইকারদের জন্য ডিজাইন করা ওকলের স্পেয়ারা স্টাইল মডেলও আলোচনার কেন্দ্রবিন্দু।
সাধারণ মেটাভার্সের চেয়ে এবারের আয়োজন এআই ও ওয়্যারেবল প্রযুক্তি কে বেশি গুরুত্ব দিচ্ছে। মেটার প্রধান বিজ্ঞানী মাইকেল অ্যাব্রাশ ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিউকম্ব বৃহস্পতিবার স্মার্ট গ্লাসের নতুন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়া মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোম্পানি আরও শক্ত অবস্থান তৈরি করতে চায়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল বক্তব্য। মেটার ওয়েবসাইট থেকে তা বিনামূল্যে সরাসরি দেখা যাবে। মেটা কুয়েস্ট হেডসেট ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটিতেও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ডেভেলপারদের জন্য আলাদা সেশনেও নতুন এআই চালিত অভিজ্ঞতা তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, হাইপারনোভা ও নতুন ওকলি মডেল সফল হলে প্রযুক্তি বিশ্বের ‘চোখের বিপ্লব’ ঘটতে পারে। মেটা প্রমাণ করতে যাচ্ছে, ভবিষ্যতের প্রযুক্তি আমাদের চোখের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।