চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো শাওমির বহু প্রতীক্ষিত নতুন স্মার্টফোন ‘Xiaomi 17 Pro Max’। ডুয়াল ডিসপ্লে, লাইকা টিউনড ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির মতো অত্যাধুনিক ফিচারের কারণে উন্মোচনের পর থেকেই এটি প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
ফিচারস
ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ২কে অ্যামোলেড প্রধান ডিসপ্লে। এর পাশাপাশি ক্যামেরা অংশের পেছনে একটি ছোট ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যেখানে অ্যালার্ম, এআই-ভিত্তিক প্রতিকৃতি ও অ্যানিমেশন ব্যবহার করা যাবে। বিশেষ খাপ ব্যবহার করলে এই পেছনের ডিসপ্লেটিকে হাতে ধরা গেমিং ডিভাইস হিসেবেও ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে শাওমি।
ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে সর্বশেষ ‘Snapdragon 8 Elite Gen 5’ চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ‘Android 16-ভিত্তিক HyperOS 3’।
Xiaomi 17 Pro Max
ক্যামেরা
ডিভাইসটিতে থাকছে তিনটি সেন্সর সমৃদ্ধ ক্যামেরা ব্যবস্থা-
- ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর
- ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স
- ৫ গুণ অপটিক্যাল জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স
সবগুলো ক্যামেরাই লাইকা টিউনড প্রযুক্তি দ্বারা উন্নত।
ব্যাটারি ও চার্জিং
শাওমি ১৭ প্রো ম্যাক্স-এ যুক্ত করা হয়েছে ৭৫০০ এমএএইচ ব্যাটারি। এটি সমর্থন করবে ১০০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং এবং ৫০ ওয়াট তারবিহীন চার্জিং। ফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্ব ৮ মিলিমিটার।
Xiaomi 17 Pro Max
দাম
চীনা বাজারে ফোনটির দাম শুরু হয়েছে ৫,৯৯৯ ইউয়ান থেকে। সর্বোচ্চ সংস্করণের দাম ধরা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান। তুলনায়, এটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে।