চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা অনার তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে যুক্ত করতে যাচ্ছে নতুন মডেল অনার ম্যাজিক ৮ প্রো। কোম্পানি ইতোমধ্যেই নিশ্চিত করেছে, আগামী ১৬ অক্টোবর চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে ম্যাজিক ৮ প্রো এবং ম্যাজিক ৮ মডেল। লঞ্চের আগে ফোনটির ক্যামেরা প্রযুক্তি ও পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
নতুন ম্যাজিক ৮ প্রো মডেলের সবচেয়ে আলোচিত ফিচার হচ্ছে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে ১/১.৪ ইঞ্চি সেন্সর এবং এফ/২.৬ অ্যাপারচার, যা লো-লাইট বা রাতের অন্ধকারেও উজ্জ্বল ও বিস্তারিত ছবি ধারণে সক্ষম।
ফোনটিতে রয়েছে অনার নক্স ইঞ্জিন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে ছবির সূক্ষ্মতা ও বাস্তবতা অনেক গুণ বাড়িয়ে তোলে। অনার ম্যাজিক ৮ প্রো ফোনে যুক্ত করা হয়েছে ৫.৫-স্টপ ইমেজ স্ট্যাবিলাইজেশন, যা স্মার্টফোন ক্যামেরার জগতে প্রথম বলেই দাবি করছে কোম্পানি।
এই প্রযুক্তি ছবি তোলার সময় হাতের কাঁপুনি বা কম আলোতে ব্লার কমিয়ে অত্যন্ত স্থির ও স্পষ্ট ছবি তুলতে সহায়তা করে। সিআইপিএ (CIPA) মানদণ্ড অনুসারে, এটি ব্যবহারকারীদের সাধারণত যেখানে ১/১২৫ সেকেন্ড শাটার স্পিডে ছবি তুলতে হয়, সেখানে একই মানের ছবি তুলতে দেবে প্রায় ৪৫ গুণ ধীর স্পিডে।
ফাঁস হওয়া তথ্যমতে, অনার ম্যাজিক ৮ প্রো তে থাকবে কোয়াড-কর্ভড ডিসপ্লে, যার পেছনের দিকেও থাকবে কার্ভড প্যানেল। এতে সামনে পিল-শেপড ক্যামেরা কাটআউট থাকতে পারে, যা পূর্ববর্তী ম্যাজিক ৭ প্রো-এর ডিজাইন অনুসরণ করেছে।
এছাড়া, ফোনটির ডিসপ্লে কোয়ালিটি, বডি ফিনিশিং ও সামগ্রিক ডিজাইন হবে একেবারে ফ্ল্যাগশিপ মানের।
অনার ম্যাজিক ৮ প্রো চালিত হবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে, যা উচ্চ গতির পারফরম্যান্স এবং উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে। এতে সর্বোচ্চ থাকবে ১৬ জিবি RAM এবং ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ। ফলে হেভি মাল্টিটাস্কিং বা হাই-এন্ড গেম খেলার জন্য ফোনটি প্রস্তুত থাকবে।
ফোনটি চলবে MagicOS 10 অপারেটিং সিস্টেমে, যা অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক। এতে থাকছে আরও স্মার্ট, দ্রুত ও কাস্টমাইজড ইউজার ইন্টারফেস। AI প্রযুক্তির মিশ্রণে সফটওয়্যারটি ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক ও কার্যকর হবে।
অনার ম্যাজিক ৮ প্রো শুধু একটি স্মার্টফোন নয়, বরং এটি মোবাইল ফটোগ্রাফির এক নতুন যুগের সূচনা বলেই মনে করছেন প্রযুক্তিবিশ্লেষকরা। ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং সর্বাধুনিক প্রসেসরের সংমিশ্রণে এই ফোনটি ২০২৫ সালে সেরা ক্যামেরা ফোনগুলোর অন্যতম হয়ে উঠতে পারে।
আগামী ১৬ অক্টোবরের লঞ্চের পর জানা যাবে এই ফোন প্রযুক্তি ও দামের দিক দিয়ে প্রতিযোগিতায় কতটা এগিয়ে থাকতে পারে।