রিয়েলমি সি৮৫ প্রো

৭০০০ এমএএইচ ব্যাটারিসহ লঞ্চ হতে চলেছে রিয়েলমি ফোন

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের নতুন সি-সিরিজ ডিভাইস Realme C85 Pro বাজারে আনতে যাচ্ছে। ‘নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ ফোন’ নামে পরিচিত এই বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ৫ নভেম্বর উন্মোচিত হবে।

রিয়েলমির সি-সিরিজে সর্বাধিক বিক্রীত ফোন রিয়েলমি সি৭৫ এর সাফল্যের পর তার উত্তরসূরি হিসেবে আসছে এই নতুন ডিভাইসটি। বাজেট সেগমেন্টে ডিউরেবিলিটি ও পারফরম্যান্সের নতুন মান তৈরি করতে রিয়েলমি এবার শক্তিশালী ব্যাটারি, উন্নত সুরক্ষা, উজ্জ্বল ডিসপ্লে ও স্মার্ট পারফরম্যান্সসহ ডিভাইসটি নিয়ে আসছে।

Realme C85 Pro4

‘নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ’ ফিচারের মাধ্যমে রিয়েলমি সি৮৫ প্রো সহনশীলতার নতুন মানদণ্ড স্থাপন করছে। ফোনটির আইপি৬৯ প্রো রেটিং একে অন্যান্য ওয়াটারপ্রুফ ডিভাইসের চেয়ে অনেক বেশি সুরক্ষিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ডিভাইসটি ৬০ দিন পর্যন্ত পানির নিচে টিকে থাকতে সক্ষম, উচ্চচাপের পানির ধাক্কাও সহ্য করতে পারে এবং এমনকি গরম পানি বা কফি পড়লেও এর পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে না। ফলে ফোনটি বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ও টেকসই স্মার্টফোন হিসেবে অবস্থান নিতে যাচ্ছে।

Realme C85 Pro

শক্তির দিক থেকেও ফোনটি অনন্য। এতে থাকছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা দীর্ঘ সময়ের নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দেবে। আরও রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং ফিচার, যার মাধ্যমে অন্য ডিভাইসও সহজে চার্জ করা যাবে।

ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড স্ক্রিন, যা সর্বোচ্চ ৪০০০ নিটস উজ্জ্বলতা প্রদান করবে। ফলে প্রখর সূর্যালোকেও ব্যবহারকারী সহজে ফোনটি ব্যবহার করতে পারবেন।

Realme C85 Pro3

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা আউটডোর ব্যবহার, মাল্টিটাস্কিং ও ফটোগ্রাফির ক্ষেত্রে ইন্টেলিজেন্ট অপটিমাইজেশনসহ নিরবচ্ছিন্ন এআই-সক্ষম পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়াও, এআই এডিট জিনি ও এআই আউটডোর মোড ফিচারের কারণে ব্যবহারকারীরা সহজেই ছবি এডিট ও স্মুথ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

Realme C85 Pro5

সব মিলিয়ে, রিয়েলমি সি৮৫ প্রো তার নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ ফিচার, শক্তিশালী ব্যাটারি, উন্নত প্রসেসর ও আধুনিক ডিজাইনের মাধ্যমে ডিউরেবিলিটি, পারফরম্যান্স ও প্রোডাক্টিভিটির নিখুঁত ভারসাম্য তৈরি করবে। উন্মোচনের তারিখ ঘনিয়ে আসায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়ছে আগ্রহ।