স্যামসাং তাদের জনপ্রিয় মিড-রেঞ্জ সিরিজে নতুন সংযোজন আনতে যাচ্ছে। প্রযুক্তি দুনিয়ায় ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, প্রতিষ্ঠানটি শিগগিরই স্যামসাং গ্যালাক্সি এ৫৭ বাজারে আনতে চলেছে। সম্প্রতি ফোনটি কোম্পানির ইন্টার্নাল টেস্ট সার্ভারে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে গ্যালাক্সি এ৫৭ এর প্রস্তুতি এখন পুরোদমে চলছে।
ইন্টার্নাল টেস্টিংয়ের ঝলক
যেকোনো স্মার্টফোন বাজারে আসার আগে ইন্টার্নাল টেস্টিং একটি গুরুত্বপূর্ণ ধাপ। বর্তমানে গ্যালাক্সি এ৫৭ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ফোনটি এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ধাপ শেষে এটি পাবলিক টেস্টিং ও সার্টিফিকেশন প্রক্রিয়ায় প্রবেশ করবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব তাড়াতাড়ি অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে স্যামসাং।
ডিজাইন ও লুক
যদিও স্যামসাং এখনো গ্যালাক্সি এ৫৭-এর বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এটি পূর্ববর্তী মডেল গ্যালাক্সি এ৫৫-এর উত্তরসূরি হবে। ফোনে আরও আধুনিক, স্টাইলিশ ও প্রিমিয়াম ফিনিশিং আশা করা যাচ্ছে।
পারফরম্যান্স ও প্রসেসর
গ্যালাক্সি এ৫৭এ নতুন, এনার্জি-এফিশিয়েন্ট প্রসেসর ব্যবহার হতে পারে, যা দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করবে এবং ব্যাটারি খরচ কমাবে। গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময়ও ফোনটি ল্যাগ ছাড়াই কার্যকরী হবে। উন্নত জিপিইউ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
ক্যামেরা ফিচার
স্যামসাংয়ের ক্যামেরা সবসময়ই মানসম্পন্ন হিসেবে পরিচিত। গ্যালাক্সি এ৫৭-এ উন্নত ক্যামেরা সেটআপ থাকতে পারে, যা বিশেষ করে কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম। ভিডিও রেকর্ডিংয়ে নতুন ফিচার যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ব্যাটারি ও চার্জিং
ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী গ্যালাক্সি এ৫৭-এ বড় ক্ষমতার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা প্রবল। একবার চার্জে সারাদিন ফোন ব্যবহার সম্ভব হবে, আর ব্যাটারি ফুরিয়ে গেলে অল্প সময়েই পুনরায় চার্জ করা যাবে।
লঞ্চ টাইমলাইন
স্যামসাং এখনও লঞ্চের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। তবে যেহেতু ইন্টার্নাল টেস্টিং শুরু হয়েছে, তাই আশা করা যাচ্ছে গ্যালাক্সি এ৫৭-এর অফিসিয়াল লঞ্চ খুব শিগগিরই হবে।