ভিভো এক্স৩০০ নতুন সিরিজের আগমন

ভারতীয় বাজারে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ভিভো এক্স৩০০ সিরিজ। সিরিজটিতে থাকবে দুটি মডেল ভিভো এক্স৩০০ প্রো ও ভিভো এক্স৩০০। চীন ও বৈশ্বিক বাজারে প্রকাশের পর এবার ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে ভিভো। ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে, স্ট্যান্ডার্ড ভিভো এক্স৩০০ মডেলটি ভারতের জন্য এক্সক্লুসিভ লাল রঙে বাজারে আসবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত টিজার এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটেও এ রঙের বিশেষ উপলব্ধতা উল্লেখ করা হয়েছে।

ভিভো এক্স৩০০ সিরিজ: নকশা ও রঙের বিকল্প

এক্স৩০০ সিরিজের নকশা বৈশ্বিক সংস্করণের মতোই প্রিমিয়াম রাখা হবে। এক্সক্লুসিভ লাল রঙ ছাড়াও আরও কয়েকটি রঙের বিকল্প পাওয়া যাবে, যাতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী মডেল বেছে নিতে পারেন। লাল রঙের টোনটি বিশেষভাবে ভারতীয় গ্রাহকদের পছন্দ মাথায় রেখে তৈরি করা হয়েছে।

Vivo X3002

ভারতীয় সংস্করণে ভিভো এক্স৩০০ সিরিজে থাকবে ৩ ন্যানোমিটার ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর, যা দ্রুতগতির প্রক্রিয়াকরণ, উন্নত বিদ্যুৎ দক্ষতা এবং আরও মসৃণ মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা দেবে। ফোনটিতে ব্যবহার করা হবে প্রো ইমেজিং ভিএস১ চিপ ও ভি৩+ ইমেজিং চিপ, যা বিশেষ করে নাইট ফটোগ্রাফি, রঙের স্বচ্ছতা এবং ভিডিও স্থিতিশীলতায় উল্লেখযোগ্য উন্নতি দেবে। সফটওয়্যার হিসেবে থাকবে অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬, যা বৈশ্বিক সংস্করণের মতোই মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।

Vivo X3005

ভিভো এক্স৩০০ প্রো-এর ক্যামেরা বৈশিষ্ট্য

ভারতীয় সংস্করণে ভিভো এক্স৩০০ প্রো আসবে জায়েস টিউনড তিনটি পেছনের ক্যামেরা সেটআপসহ। প্রধান ক্যামেরা হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৮২৮ সেন্সর, যার অ্যাপারচার f/1.57—এটি কম আলোতে অসাধারণ ডিটেল ও শার্পনেস দেবে। আলট্রা-ওয়াইড হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ সেন্সর f/2.0 অ্যাপারচারসহ। সবচেয়ে বড় আকর্ষণ হলো ২০০ মেগাপিক্সেল এইচপিবি এপিও টেলিফটো ক্যামেরা (f/2.67), যা উন্নত জুমের পারফরম্যান্স দেবে। সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ f/2.0 ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলিংয়ে উচ্চমানের ছবি দেবে।

Vivo X3006

স্ট্যান্ডার্ড ভিভো এক্স৩০০-এর ক্যামেরা বৈশিষ্ট্য

ভিভো এক্স৩০০ মডেলেও থাকবে জায়েস–চালিত তিনটি পেছনের ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেল এইচপিবি প্রধান ক্যামেরা f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ (ওআইএস), যা উচ্চমানের ছবি তুলতে সক্ষম। টেলিফটো ইউনিট হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০২ সেন্সর f/2.57 অ্যাপারচারসহ, এটিতেও রয়েছে ওআইএস, ফলে জুম শট হবে আরও স্থিতিশীল। তৃতীয় ক্যামেরা হিসেবে আছে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আলট্রা-ওয়াইড সেন্সর। সামনে সেলফির জন্য রাখা হয়েছে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ f/2.0 ক্যামেরা।