বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে, ততই বেড়েছে নকল ও নিম্নমানের মোবাইল চার্জারের দৌরাত্ম্য। নকল চার্জার শুধু ফোনের ক্ষতি করে না, আপনার পরিবারকেও বিপদের মুখে ফেলে। একটুখানি সতর্কতার মাধ্যমেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
বাইরে থেকে একই রকম দেখতে হওয়ায় আসল চার্জারের সঙ্গে নকল চার্জার আলাদা করা অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়। অথচ এই নকল চার্জারই ব্যবহারকারীদের ডিভাইস এবং নিরাপত্তার জন্য বড় হুমকি—আগুন লাগা, ব্যাটারি ফুলে যাওয়া, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক শক পর্যন্ত ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, নকল চার্জার ব্যবহারের ফলে ডিভাইসের ক্ষতি যেমন নিশ্চিত, তেমনই ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও বহুগুণ বাড়ে। তাই চার্জার আসল না নকল—এটি চিহ্নিত করার জ্ঞান এখন অত্যন্ত জরুরি।
নকল চার্জার ব্যবহার করে কী ধরনের ঝুঁকি হতে পারে?
১. অতিরিক্ত গরম ও আগুন লাগার ঝুঁকি
২. নিম্নমানের সার্কিট ব্যবহারের কারণে নকল চার্জার খুব দ্রুত গরম হয়ে যায়। এর ফলে— প্লাগ জ্বলে যেতে পারে বা চার্জার বিস্ফোরণ ঘটতে পারে।
৩. ফোনের ব্যাটারির স্থায়ী ক্ষতি
৩. ধীর চার্জিং ও ঘন ঘন ডিসকানেকশন
নকল চার্জার কখনওই সঠিক আউটপুট দিতে পারে না। ফলে—
* ফোন দ্রুত চার্জ হয় না
* বারবার চার্জ কেটে যায়
চার্জার আসল না নকল—যেভাবে শনাক্ত করবেন...
বাংলাদেশে বিআইএস বা আইএসআই-এর মতো সরকার-নির্দিষ্ট কোনো অ্যাপ নেই, তবে কিছু সহজ টিপস মেনে খুব সহজেই বোঝা যায় আপনার চার্জারটি আদৌ আসল কিনা।
* আসল চার্জারের বক্সে পরিষ্কার ও ঝকঝকে প্রিন্ট থাকে
* বানান ভুল থাকলে বুঝবেন সন্দেহজনক
* খুব হালকা বা পাতলা বক্সও নকলের লক্ষণ
* ব্র্যান্ডের লোগো ও সিরিয়াল নম্বর দেখুন
* আসল চার্জারে ব্র্যান্ডের লোগো স্পষ্ট ও স্ট্যান্ডার্ড সাইজের হয়
* অনেক নকল চার্জারে লোগো একটু বাঁকা বা ঘোলা থাকে
* সিরিয়াল নম্বর বা QR কোড থাকা উচিত
আউটপুট রেটিং মিলিয়ে দেখুন...
চার্জারে লেখা থাকে
5V – 2A
5V – 3A
9V – 2A (Fast Charging) ইত্যাদি।
নকল চার্জারে সাধারণত ভুল রেটিং, অসম ফন্ট বা ছাপা অস্পষ্ট থাকে।
চার্জারের ওজন পরীক্ষা করুন
আসল চার্জার সাধারণত একটু ভারী হয়, কারণ এতে স্ট্যান্ডার্ড সার্কিট ও হিট প্রোটেকশন থাকে। নকল চার্জার হালকা ও ভেতরে ফাঁপা ধরনের।
চার্জিং সময় আচরণ লক্ষ্য করুন
* বেশি গরম হওয়া
* চার্জ ধীরে হওয়া
* ফোন গরম হয়ে যাওয়া
* এসবই নকল চার্জারের লক্ষণ।
অনুমোদিত দোকান থেকে কিনুন
* কোম্পানির অথরাইজড শোরুম
* ব্র্যান্ডের অফিসিয়াল অনলাইন স্টোর
* বিশ্বস্ত রিটেইলার
* ফুটপাত, বাজারের অস্থায়ী দোকান, বা ফেসবুক পেজ থেকে চার্জার না কেনাই ভালো।