Samsung Galaxy Z Trifold

বিশ্বে প্রথমবারের মতো ৩ ভাঁজ করা স্মার্টফোন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

স্যামসাং আনলো তাদের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড (Samsung Galaxy Z Trifold)। ডিভাইসটি ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজারে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

চীনে প্রি-অর্ডার শুরু, দামও ঘোষণা

চীনের অনলাইন স্টোরে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এখানে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে হুয়াই মেট এক্সটি। চীনে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ইয়ান। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২১ হাজার ৯৯৯ ইয়ান।

আর কোন কোন দেশে পাওয়া যাচ্ছে

চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এসব দেশে ফোনটি বাজারে পাওয়া যাবে।

যুক্তরাজ্য বাদ, ভারতের সম্ভাবনা কবে

এই তালিকায় যুক্তরাজ্যকে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছর থেকেই সেখানে ফোনটি উপলভ্য হবে। ভারতের ক্ষেত্রে এখনো সরকারি ঘোষণা আসেনি, তবে বাজার-প্রবণতা দেখে ধারণা করা যাচ্ছে ২০২৫ সালের শুরুতেই সেখানে প্রি-অর্ডার চালু হতে পারে।  বাংলাদেশে এই ফোনটি আসবে কিনা তা এখনো জানা যায়নি। 

NB/FJ
আরও পড়ুন