চীনের জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিয়েলমি আন্তর্জাতিক বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট রিয়েলমি জিটি ৮ প্রো (Realme GT 8 Pro)। এই ২০২৫ ভার্সনের প্রধান আকর্ষণ হলো এর ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফোনটি ইতোমধ্যে চীন, ভারতসহ বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে।
রিয়েলমির নতুন ফোন দুইটি ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB এবং 16GB RAM+512GB স্টোরেজে কেনা যাবে। ভারতে রিয়েলমির জিটি ৮ প্রো ফোনের বেস মডেলের দাম ৭৩ হাজার রুপি। টপ মডেলটি ৭৯ হাজার রুপিতে বিক্রি হচ্ছে।
রিয়েলমির জিটি ৮ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, রিয়েলমির জিটি ৮ প্রো ফোনে রয়েছে 6.79-ইঞ্চি QHD+ BOE Q10 ফ্লেক্সিবাল এমোলেড ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে 3nm অক্টোকোর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া। এটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 7000 sqmm হিট ডিসিপেশন এরিয়া সহ ভেপার চেম্বর কুলিং সিস্টাম রয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে Ricoh GR টিউন্ড ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এটি ফোকল লেন্থ এবং OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। ফ্রন্টে সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরা 60fps পর্যন্ত 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে পারবে।
পাওয়ার দিতে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে 120W ওয়্যারড সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি সাপোর্ট করে। পানি এবং ধুলা থেকে সুরক্ষিত রাখতে এতে IP66+IP68+IP69 রেটিং দেওয়া।