২০২৬ সালে দেখা যাবে দুটি সূর্যগ্রহণ

নতুন বছর ২০২৬ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জ্যোতির্বিজ্ঞানসহ নানা বিষয়ে মানুষের কৌতূহল বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন ২০২৬ সালে সূর্যগ্রহণ কয়টি হবে? জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মোট চারটি গ্রহণ ঘটবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ।

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি

বছরের প্রথম সূর্যগ্রহণটি হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। দিনটি পড়ছে ফাল্গুন মাসের অমাবস্যায়। এ গ্রহণ ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোথাও দৃশ্যমান হবে না। এটি পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে আংশিকভাবে দেখা যেতে পারে।

Solar eclipse2

২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ আগস্ট

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি ঘটবে বুধবার (১২ আগস্ট) শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে। এ গ্রহণটিও ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না। এটি উত্তর গোলার্ধের নির্দিষ্ট অঞ্চলে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।

সূর্যগ্রহণ কী

সূর্যগ্রহণ ঘটে তখন, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনা সাধারণত অমাবস্যায় নতুন চাঁদ ওঠার পর দেখা যায়। প্রতি বছর কমপক্ষে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ পৃথিবীর কোথাও না কোথাও দেখা যায়।

Solar eclipse3

সূর্যগ্রহণ কেন হয়

চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। তখনই সূর্য সাময়িকভাবে আড়াল হয়ে যায়, আর সৃষ্টি হয় সূর্যগ্রহণের।

২০২৬ সালে দৃশ্যমান না হলেও দুটি সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞানীদের ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বব্যাপী অনেক অঞ্চলে গ্রহণ দুটি পর্যবেক্ষণ করতে প্রস্তুতি নিচ্ছেন গবেষকরা।