ইজহানকে নিয়ে ভারতে সানিয়া

২০১০ সালের এপ্রিলে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সে সময় এই বিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শোনা যায়। ২০১৮ সালে শোয়েব ও সানিয়ার প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। কিন্তু শেষ পর্যন্ত গত সপ্তাহে শোয়েব মালিকের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

বিয়ে ভেঙে গেলেও এখনো মালিকের পরিবারের সঙ্গে যোগাযোগ আছে সানিয়ার। বিচ্ছেদ-বিতর্ক ঠান্ডা হলে ইজহানকে নিয়ে পাকিস্তানে শোয়েবের বাড়ি যেতে চান তিনি। এদিকে দুবাইয়ের স্কুলে সানিয়া ও শোয়েব মালিকের ছয় বছর বয়সী একমাত্র ছেলে ইজহান মির্জাকে বাবার তৃতীয় বিয়ে নিয়ে বুলিংয়ের শিকার হতে হচ্ছে।

আর ছেলে বুলিংয়ের শিকার হওয়ায় সানিয়া ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি ছেলেকে নিয়ে আছেন হায়দরাবাদে। এখানেই পাকাপোক্তভাবে ছেলেকে নিয়ে থাকার পরিকল্পনা সানিয়ার। আর ভারতের স্কুলেই ভর্তি করাবেন ইজহানকে।

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হ্যাটট্রিক হার। কোনোভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পাচ্ছে না দলটি। গ্যালারিতে সার্পোটারদের দুয়ো ধ্বনি শুনতে হচ্ছে। টিমের মধ্যে গা ছাড়া ভাব। বড় বড় তারকারা ফর্মে নেই। কিন্তু তারপরও আশা ছেড়ে দিচ্ছেন না টিম ম্যানেজমেন্ট। দলের সবচেয়ে বড় তারকা ম্যাশ। সমর্থকদের পাশাপাশি সিলেটের পুরো টিম তাকিয়ে মাশরাফি বিন মুর্তজার দিকে।

টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, মাশরাফির অভিজ্ঞতা, তার যে নেতৃত্ব সেটার জন্য ম্যানেজমেন্ট তাকে সবসময় চায়। মাশরাফি হয়তো সেরকম কিছুই করবে। মাশরাফি গড গিফটেট ক্রিকেটার। একটা জয় পেলে মোমেন্টামটা ঘুরে যেতে পারে। সবাই আশা করছে ঘুরে দাঁড়াবে সিলেট ও মাশরাফি।