অভিষেকের জন্মদিনে যা বললেন ঐশ্বরিয়া

বলিউডের হ্যাপি সাকসেসফুল কাপল বলা হয় অভিষেক বচ্চন-ঐশ্বরিয়ার রায়বচ্চনকে। তবে কয়েক মাস ধরে তাদের সংসারে ভাঙনের খবর বলিউডের আলোচনায় রয়েছে। এরই মধ্যে মেয়ে আরাধ্যকে নিয়ে মা বৃন্দা রাইয়ের সাথে আলাদা থাকছেন তিনি।

যদিও বিচ্ছেদের জল্পনা চলছে, তবে পরিবারের কেউ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিষেক, অন্যদিকে ঐশ্বরিয়াও রয়েছেন একেবারেই চুপ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ছিল অভিষেক বচ্চনের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানান। তবে নেটিজেনরা অপেক্ষায় ছিল ঐশ্বরিয়া কখন স্বামী অভিষেককে শুভেচ্ছা জানাবেন। কিন্তু সারা দিন নীরব ছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এতে তাদের সংসার ভাঙার গুঞ্জন আরো জোরালো হয়। তবে সন্ধ্যায় স্বামীর জন্য শান্তি কামনা করেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম পোস্ট

ঐশ্বরিয়া তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাতে মেয়ে আরাধ্য ও অভিষেকের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, জন্মদিনের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তোমাকে সুখ, ভালোবাসা, শান্তি ও সুস্বাস্থ্য দান করুক। পোস্টের কমেন্ট বক্সে একটি মন্তব্যও করেন ঐশ্বরিয়া। তাতে এ অভিনেত্রী লেখেন, তিনি আনন্দিত যে আরাধ্য দেখতে তার বাবা কিংবা মায়ের মতো নয়। সে বাবা-মায়ের মিশ্রণ। আর তার একটা নিজস্ব ইমেজ রয়েছে।

ঐশ্বরিয়া-অভিষেক বিয়ের আগে অনেক ভালো বন্ধু ছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে অনেক ছবিতে তারা কাজ করেছেন। ‘ঢাই আকসার প্রেম কা’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন অভিষেক-ঐশ্বরিয়া। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব, যা পরে প্রেমে রূপ নেয়।

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসারজীবন শুরু করেন এ আলোচিত জুটি। ২০১১ সালে এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য। তবে জানা গেছে, তাদের এই সুখের সংসারে ঝড় ওঠে তখনই, যখন বিগ বি তার সম্পত্তি পরিবারের সদস্যদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেন। অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে মুম্বাইয়ে নিজের বাংলো প্রতীক্ষা উপহার দেন। আর এই বাড়িটি খুব পছন্দের ছিল ঐশ্বরিয়ার।