বলিউডের আলোচিত দম্পতি জনপ্রিয় অভিনেতা ছোট নবাব সাইফ আলী খান ও তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান সুখের সংসার করছেন। এই জুটির ঘর আলো করে এসেছে দুই সন্তান তৈমুর আলী খান আর জেহ আলী খান।
দাদা মনসুর আলি খান ছিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার। ঠিক তার মতোই খেলায় ঝোঁক তৈমুর আলি খানের। বাবা সাইফও ক্রিকেট খেলতেন। আর নবাব পরিবারের সেই ধারাই রয়েছে তৈমুরের মধ্যে। খান-কাপুর পরিবারের বংশধর হয়েও অভিনয় দুনিয়ায় পা বাড়াতে চান না সাইফ-কারিনার বড় ছেলে। ফাঁস করলেন মা কারিনা কাপুরই নিজেই।

অল্প সময়ের মধ্যেই তারকা বনে গেছে তৈমুর। তার নাম নিয়েও হয়েছিল অনেক আলোচনা-সমালোচনা। যদিও এসবের কোনো কিছুরই তোয়াক্কা করেননি তারা। তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। এই বয়সেই তৈমুরের ভক্ত-সংখ্যা দিন দিন বাড়ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের অনেক কিছু তুলে ধরেছেন কারিনা-সাইফ। নিজেদের ক্যারিয়ার, ব্যর্থতাসহ নানা গল্প করেছেন দুজন। এই আলোচনায় তাদের দুই সন্তানও বিশেষ স্থান দখল করে রেখেছে।

তাদের আলোচনার বড় অংশজুড়েই ছিল তৈমুরের কথা। তৈমুর কী হতে চায়, তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে কারিনা বলেছেন, ‘তিনি এখনো জানেন না, তবে ধারণা করছেন তৈমুর অভিনেতা হতে চায় না। ঠিক এ সময় সাইফ বলেন, ‘সে লিড গিটারিস্ট বা ফুটবলার হতে চায়’। কারিনা বলে ওঠেন, ‘লিওনেল মেসির মতো ফুটবলার হতে চায় তৈমুর’।
