২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে।
বিশ্বকাপ শুরুর ১৮৮ দিন আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। এরমধ্যে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা।
এই ড্র শেষে কে কোন গ্রুপে পড়েছে, সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
একনজরে দেখে নিন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে:
গ্রুপ- ‘এ’ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ- ‘বি’ কানাডা, সুইজারল্যান্ড, কাতার।
গ্রুপ- ‘সি’ ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড।
গ্রুপ- ‘ডি’ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে।
গ্রুপ- ‘ই’ জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট।
গ্রুপ- ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া।
গ্রুপ- ‘জি’ বেলজিয়াম, ইরান, মিশর।
গ্রুপ- ‘এইচ’ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব।
গ্রুপ- ‘আই’ ফ্রান্স, সেনেগাল।
গ্রুপ- ‘জে’ আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া।
গ্রুপ- ‘কে’ পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান।
গ্রুপ- ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা।
ড্র অনুষ্ঠানে পট থেকে বল তুলতে মঞ্চে এসে উপস্থিত হন চার কিংবদন্তি- ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।
প্রসঙ্গত, এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ৩ স্বাগতিক দেশসহ মোট ৪২ দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। মূল পর্বে বাকি আছে আরও ৬ স্পট। ইউরোপ থেকে ৪ ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আরও ২ দেশ খেলবে বিশ্বকাপের মূল পর্বে। তবে ১৮৮ দিন আগেই ওয়াশিংটনে রাত ১১টায় হয়ে গেল বিশ্বকাপের ড্র। ৪ট পটে ছিল ১২টি করে দল। প্রতি পট থেকে একটি করে দল নিয়ে সাজানো হয়েছে ১২টি গ্রুপ।