বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

প্রতি বছর সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ বছর ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য বেগম রোকেয়া পদক পাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। এদিনই বাংলাদেশ সরকার রোকেয়া পদক প্রদান করে। একটি বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হবে।

এবার নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

ঋতুপর্ণা চাকমা বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নারী ফুটবলার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ঋতুপর্ণা ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে রোকেয়া পদক দেয়া হয়েছিল, আর এবার এই সম্মাননা পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। 

একুশে পদক, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, গত বছর নারী ফুটবল দল পেয়েছিল। এটি ছিল ক্রীড়াক্ষেত্রে নারী দল হিসেবে প্রথম একুশে পদক প্রাপ্তি, যা পূর্বে কোন ক্রীড়াবিদ বা দল পায়নি।