নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো তারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জিতে গেছে পাকিস্তান। এদিন স্বাগতিক নারীদের ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে ১৪ রান তোলার পর সাজঘরে ফেরেন ওপেনার মায়মুনা নাহার। পরে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার।
মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ২২ রানের জুটি গড়েন হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তার। শেষ পর্যন্ত ৯০ এর আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ৩ উইকেট ও রোজিনা আকরাম শিকার করেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন অতশী মজুমদার। পরে দ্রুতই দ্বিতীয় উইকেটের দেখা পায় তারা। রানআউটে কাটা পড়েন ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদ। এরপর ৩৭ রানের জুটি গড়েন কমল খান ও আকসা হাবিব। ২১ রান করে ফারজানা ইয়াসমিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন আকসা।
এরপর ২৫ রান করা কমল খানকে ফেরান হাবিবা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। পরে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফিজা ফায়াজ ও আরিশা আনসারি।