টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল ঘোষণা

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দলটি আবার বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। আফগানিস্তানকে নেতৃত্বে দিচ্ছেন রশিদ খান। 

ঘোষিত স্কোয়াডে আছেন বাঁহাতি পেসার ফজল হক ফারুকি, অফস্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন–উল–হক। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে ফারুকি ও নাইব দলে ছিলেন না। তবে বিশ্বকাপ সামনে রেখে আবারও দলে ফিরেছেন তারা।

মুজিব উর রহমানকে দলে নেওয়ায় রিজার্ভে জায়গা হয়েছে রহস্য স্পিনার এএম গজনফরের। রিজার্ভ তালিকায় আরও আছেন ইজাজ আহমদজাই ও জিয়াউর রহমান শরিফি। কাঁধের ইনজুরির কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ মিস করা নাভিন–উল–হকও ফিরেছেন দলে। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের হয়ে খেলেছিলেন তিনি।

২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান, যা ছিল আইসিসি কোনও টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। সেই আসরে তারা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত। টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান খেলবে ‘ডি’ গ্রুপে।  সেখানে তাদের সঙ্গী নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ও টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন–উল–হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই।

রিজার্ভ: এএম গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়াউর রহমান শরিফি।