স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেননি আর। ফলে দেশের মাটিতে জাতীয় দলের হয়েও আর খেলা হয়নি তার।
সেই সাকিব আল হাসানকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (২৪ জানুয়ারি) পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন।
তিনি বলেন, ‘আপনারা অনেকেই ইতোপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের প্রশ্ন, আলোচনা বা অনেক উত্তর খুঁজতে চেয়েছেন, আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।’
আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ড সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।’
জাতীয় দলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের বাইরে বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন। জাতীয় দলে ফিরলেও সেসবে বাধা হয়ে দাঁড়াবে না বিসিবি, জানান আমজাদ। তিনি বলেন, ‘সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে প্রয়োজনমতো।’
এই সিদ্ধান্তের মাধ্যমে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ থাকছে না। বোর্ডের শর্ত পূরণ হলে ভবিষ্যতে আবারও লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে তাকে।