নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা চতুর্থ জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপট ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের সব ম্যাচে অপরাজিত থেকে দাপটের সঙ্গে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার জুরাইয়া ফেরদৌস ১১ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে হাল ধরেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। এই জুটি স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ৭০ রান যোগ করেন। দিলারা ২৭ বলে ৩৫ রান করে আউট হলেও শারমিন আক্তার তুলে নেন অনবদ্য এক ফিফটি (৪৫ বলে ৫২ রান)। 

শেষ দিকে সোবহানা মোস্তারির ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ভালো শুরু করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। আইরিশ ওপেনার অ্যামি হান্টার ৫৩ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে চাপে পড়ে দলটি। অধিনায়ক গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে যোগ্য সঙ্গী পাননি। শেষ ৪ ওভারে ৪৩ রানের সমীকরণে আইরিশদের আটকে দেয় টাইগ্রেসরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

টানা চার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ, যা বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে তাদের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।