উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরসি লেন্সের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। বুধবার (২৯ নভেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইংলিশ ক্লাবটি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছেন লেন্সকে। জয়ী দলের হয়ে ভিন্ন ভিন্ন ছয় খেলোয়াড় গোলগুলো করেছেন।
কাই হাভের্টজ, গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্টিনেলি, মার্টিন ওডেগার্ড ও জর্জিনহো গোলগুলো করেন। এর মধ্যে জর্জিনহোর গোলটি ছিল পেনাল্টি থেকে পাওয়া। প্রথমার্ধেই আর্সেনাল ৫-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের প্রায় শেষ মুহুর্তে জর্জিনহো শেষ গোলটি করেন।
এ জয়ের ফলে আর্সেনাল এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও নিশ্চিত হয়েছে। পাঁচ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ১২। লেন্সের পয়েন্ট ৫। তারা রয়েছে পঞ্চম স্থানে। এছাড়া ৮ পয়েন্ট নিয়ে পিএসভি আইন্দহোভেন তৃতীয় স্থানে রয়েছে।
লেন্সকে হারানোর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েই নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। নক আউট পর্বে যেতে লেন্সের বিপক্ষে এক পয়েন্ট দরকার ছিল আর্সেনালের। কিন্তু তারা এক পয়েন্ট বা ড্র নয়, একের পর এক গোল করে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা বলেন, এদিন আমরা পুরোপুরি আক্রমণাত্মক খেলা খেলেছি।পুরো ম্যাচেই আমরা আধিপত্য করেছি। এ ম্যাচে আমাদের খেলা সত্যিই খুব ভালো ছিল।'