নানা সমীকরণ আর রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব। শেষ দিনের নাটকীয়তা শেষে নির্ধারিত হয়ে গেছে কোন ৮টি দল সরাসরি শেষ ষোলোর টিকিট কাটল, আর কোন ১৬টি দলকে খেলতে হবে নকআউট প্লে-অফ।
লিগ পর্বে নিজেদের দাপট ধরে রেখেছে আর্সেনাল। কাইরাত আলমাতিকে হারিয়ে সবকটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে গানাররা। তাদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। এছাড়া বড় জয় দিয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি ও ম্যানচেস্টার সিটি। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিও জায়গা করে নিয়েছে সেরা আটে।
তবে বড় ক্লাবগুলোর জন্য প্লে-অফের লড়াইটা সহজ হচ্ছে না। রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছে বেনফিকা, ফলে দুই দলকেই খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে নিউক্যাসলের সাথে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছে।
টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে নাপোলি, আয়াক্স, পিএসভি আইন্দহোভেন এবং অ্যাথলেটিক বিলবাওয়ের মতো শক্তিশালী দলগুলো।
সরাসরি শেষ ষোলো নিশ্চিত করল যারা:
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
প্লে-অফে লড়বে যারা:
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আতালান্তা, বেয়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়ে সাতে মুস্তাফিজ
