এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভারতের ক্লাব উড়িষা এফসির বিপক্ষে খেলবে তারা। এ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক পর্বের সেমিফাইনালে উঠবে বসুন্ধরা কিংস। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচটি।
কিংস ক্লাব হলেও এখন এশিয়ার মঞ্চে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে তারা। বাংলাদেশের একটি ক্লাব দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার খুব কাছে। তাই গণমাধ্যমের বেশ আগ্রহ রয়েছে ম্যাচটি নিয়ে।
বসুন্ধরা কিংস ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। এ ম্যাচে কিংসের প্রতিপক্ষ উড়িষা ঠিক তাদের নিচে। কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ৫ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৯। ফলে এ ম্যাচে বসুন্ধরা কিংস এক পয়েন্ট পেলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে। বসুন্ধরা কিংস ও উড়িষার মধ্যেকার প্রথম লেগের খেলায় বসুন্ধরা জয় পেয়েছিল। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করলেও ৩-২ গোলে উড়িষাকে হারিয়েছিল তারা।
উড়িষার আক্রমণভাগ বেশ শক্তিশালী। দক্ষতার পরিচয় দিয়ে তাদের আক্রমণভাগে একের পর এক গোল করেছে। গ্রুপে তারা সবচেয়ে বেশি গোল করেছে, ১৬টি। বসুন্ধরার গোলের সংখ্যা ১০। আবার বসুন্ধরা রক্ষণভাগ খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারেনি। তাদের রক্ষণভাগকে এলেমেলো করে প্রতিপক্ষরা ৯ গোল করেছে।
কিংসের নিয়মিত অধিনায়ক ব্রাজিলিয়ান রবসন রবিনহো ইনজুরির জন্য এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচ ও স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল খেলেননি। তবে ভালো খবর, উড়িষার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সকল খেলোয়াড় সুস্থ রয়েছে এবং নেই কোনো কার্ড জটিলতা।