এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এর গ্রুপ-ডি ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর।রিয়াদের দলটি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় তুলে নিয়েছে। জোড়া গোল করেছেন আবদুলরহমান ঘারিব। এছাড়া একটি করে গোল করেছেন মোহাম্মদ মাররান এবং জোয়াও ফেলিক্স।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও পোক্ত করল আল-নাসর। বিপরীতে এখনো কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপের তলানিতেই রয়ে গেছে এফসি গোয়া। ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের নজর ছিল রোনালদোর দিকে। তবে আল-নাসরের কোচ জর্জ জেসুস তাকে ম্যাচ ডে স্কোয়াডেই রাখেননি। ফলে হতাশ হয়ে ফিরে যেতে হয় বহু ভারতীয় দর্শককে।
বুধবার রাতে আল আওয়াল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৫তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল করে আল-নাসরকে এগিয়ে নেন ঘারিব। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু তাদের ফের হতাশ করে ৫৩তম মিনিটে আলি আল হাসানের দুর্দান্ত থ্রু পাস থেকে ঘারিব তার দ্বিতীয় গোল করেন।
৬৫তম মিনিটে দ্রুত ডানদিকের আক্রমণ থেকে বল ডিফ্লেক্ট হয়ে পায়ে আসে মাররানের, যিনি সহজেই বল জালে জড়ান। ফলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ৭৩তম মিনিটে বদলি হিসেবে নামেন সাদিও মানে ও জোয়াও ফেলিক্স। ৮৪তম মিনিটে মানের নিখুঁত ক্রস থেকে ফেলিক্স অ্যাক্রোবেটিক ভলিতে গোল করে স্কোরলাইন ৪-০ করে ফেলেন। শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও পোস্টের বাইরে মেরে বসেন ঘারিব।
