এএফসিকে তদন্তের আহ্বান জানালেন অস্কার ব্রুজন

স্বপ্নভঙ্গ হয়েছে বসুন্ধরা কিংসের। স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ভুবনেশ্বরে উড়িষার বিপক্ষে ড্র করলেই এএফসি কাপের জোনাল সেমিফাইনাল খেলতে পারতো বাংলাদেশের ক্লাবটি। কিন্তু রেফরির একটি বিতর্কিত সিদ্ধান্ত কিংসের স্বপ্নভঙ্গ হয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কিংসের স্পেনিশ কোচ অস্কার ব্রুজন রেফারি নিয়ে অসন্তোষ লুকানোর বৃথা চেষ্টা করেননি। সরাসরি রেফারিং নিয়ে কথা বলেছেন। পুরো ম্যাচ জুড়েই রেফারির নানা সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে আসছিলেন এই কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে বলেছেন,‘ এই ম্যাচের টেকনিক্যাল বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব না। ফুটবলের স্বার্থে এএফসির এই ম্যাচের তদন্ত করা উচিত বাংলাদেশের ক্লাবের সঙ্গে কি হয়েছে। ’

প্রথমার্ধের ইনজুরি সময়ে কিংসের গফুরভ উড়িষার ফুটবলারকে পেছন থেকে এক পায়ে ট্যাকল করে। খুব বিপদজনক ট্যাকল ছিল না সেটি। ভিয়েতনামের রেফারি সরাসরি লাল কার্ড দেখানোয় সবাই হতবাক হন। অস্কার টাচলাইনে প্রতিবাদ জানানোয় হলুদ কার্ডও দেখেন। দ্বিতীয়ার্ধেও রেফারির কিছু সিদ্ধান্ত কিংসের বিপক্ষে যাওয়ায় ডাগ আউট উত্তপ্ত ছিল।

সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় দাড় করালেন এভাবে, ‘আবারও বলছি ফুটবলের স্বার্থে ম্যাচটি এএফসির তদন্ত করা উচিত। রেফারিং এমন হবার পেছনে দু’টি কারণ থাকতে পারে, একটি আর্থিক অথবা কারো নির্দেশনা থাকতে পারে।’